ঢাকা, ০২ মে, ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১
Breaking:
মহান মে দিবস পালিত      আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন      নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আরো বিমানবন্দর বন্ধ ঘোষণা        তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে        থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী        বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী     
৮৭৭

কাউনিয়ায় বাঁধের রাস্তার মাটি  ব্যবহার হচ্ছে চুলা ও ঘর লেপার কাজে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  



সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়ারহাট এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধের রাস্তার সাদা এটেল মাটি ব্যবহার হচ্ছে চুলা এবং ঘর লেপার কাজে। ফলে নদী রক্ষা বাঁধটি চরম ঝুকিতে পরলেও কর্তৃপক্ষের নজরে আসে না।

সরেজমিনে উপজেলার টেপামধুপুর সদরাতালুক ভায়ারহাট এলাকায় বাঁধের রাস্তায় গিয়ে দেখা গেছে, বাঁধের রাস্তার সাদা এটেল মাটি চরের লোক জন খুরে নিয়ে যাচ্ছে। বর্তমানে চরাঞ্চলে অধিক বসতি স্থাপন হওয়ায় বসত ভিটা ও চুলা লেপার জন্য মানুষ চরের লোকজন রাস্তা খুরে মাটি নিয়ে যাচ্ছে। এর ফলে বাঁধের রাস্তা যেমন একদিকে চিকন হয়ে যাচ্ছে, অন্যদিকে মাটি না থাকায় মারাত্মক ঝুকিতে পড়েছে বাঁধটি। এভাবে মাটি নিতে থাকলে একসময় বাঁধের রাস্তাটিই থাকবেনা।

রাস্তা ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা সহ বন্যার পানি সহজেই ভিতরে প্রবেশ করবে। সদরা তালুক গ্রামের মোতালেব জানায় চরের লোকজন কে মাটি নিতে বারন করলে তারা উল্টো বলে তোর বাবার রাস্তা। সরকারের রাস্তার মাটি নেই তাতে তোর কি। বীর মুক্তিযোদ্ধা ইউসুব আলী জানান, এভাবে মাটি নিতে থাকলে বাঁধের রাস্তাটি অস্তিত্বের সংকটে পড়বে। এব্যপারে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার। এলাকাবাসী বাঁধটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মাটি নেয়ার বিষয়টি জেনেছি, চকিদারদের বলেছি যারা মাটি নেয় তাদের বারন করতে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, বিষয়টি সরে জমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে। 




মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত